খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

পদ্মায় গোসলে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

গেজেট ডেস্ক 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির ধানকোড়ার কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ ৩জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও তার ছেলে রিয়াদ রামিন আরিদ (২০) এবং জুয়েল (৪০)।

দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৩০-৩৫ জন একটি ট্রলার নিয়ে বিকেলে পদ্মা নদী ঘুরতে বের হন। এ সময় ধানকোড়ার কাছে ট্রলার থামিয়ে ১০-১২ জন গোসলে নামেন। এদের মধ্যে তিনজন পদ্মায় তলিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলের দিকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে। ডুবুরি দলকে তলব করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!