খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

পদযাত্রা সফলে খুলনা বিএনপির ব্যস্ত সময় পার

 নিজস্ব প্রতিবেদক

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি মহানগর বিএনপির পদযাত্রা সফলে খুলনায় বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে খালিশপুর বিএনপি কার্যালয়ে করতে খালিশপুর থানা  প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

বিএনপি নেতা শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায়  বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, একরামুল হক হেলাল, শেখ সাদী, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, হাবিবুর রহমান বিশ্বাস, এড. মোহাম্মাদ আলী বাবু, আহসান উল্লাহ বুলবুল, জাহিদুল হোসেন, জহর মীর, কাজী আব্দুল লতিফ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, আব্দুর রহমান ডিনো, নেহিবুল হাসান নেহিম, আলিম উদ্দিন মাষ্টার, খোদা বক্স কোরায়েশি কালু, লিটন খান, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, রফিকুল ইসলাম, হায়দার তরফদার, মজিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মতিন বাচ্চু, মোবাশ্বির হোসেন শ্যামল, আনজিরা বেগম, ইউসুফ মোল্লা, সাহানা সরোয়ার, আরিফুর রহমান শিমুল, গোলাম সরোয়ার, মাহমুদ পটা, মজিবুর রহমান বাবুল, সামছুজ্জোহা ডিয়ার, রশিউর রহমান রুবেল, গোলাম মোস্তফা ভুট্টো, মাহমুদ হাসান শান্ত, সালাম হাওলাদার, সত্যনন্দ দত্ত, জাহিদুর রহমান বাচ্চু, আনিসুল ইসলাম বাবু, নাজমুল হাসান বাবু, তুহিন, মোজাম্মেল হোসেন, আফরোজা জামান, জাকিয়া সুলতানা, মিজান প্রমুখ।

মহানগর শ্রমিক দল: বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে শনিবারের পদযাত্রা কর্মসুচি সফল করতে মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা শ্রমিক দলের আহবায়ক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন। শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শেখ সিদ্দিকুর রহমান, সৈয়দ আনোয়ার হোসেন, আবু বক্কার সিদ্দক,আযোম সরোয়ার, আবুল হাসান হাওলাদার, মোল্লা আকরাম হোসেন, ওয়াদুদ খান, মোঃ সোহেল হাওলাদার, ইব্রাহীম খলিলুল্লাহ, মোঃ বাবুল গাজী, মোঃ সাহেবআলী,তারিকুল ইসলাম জুয়েল, মোঃ আবু
জাফর,মোঃ মিজানুর রহমান, সেলিম হাওলাদার মন্টু, মোঃ মন্টু মোল্লা, মোঃ কবির সরদার, ইসলাম খলিফা, রিপন আকন, মোঃ বাদল আলী খা, রাহুল চিশতি, গাউস সরদার, মোঃ তুহিন, জামাল হোসেন, আবুল হোসেন, মোঃ আনিস, মোঃ মোস্তফা, মোঃ মিরাজ, মোঃ নূর আলম, মোঃ আলাউদ্দিন, মোঃ জাহিদ, মোঃ রাজিব, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রফিক, মোঃ টুকু, মোঃ কালু প্রমুখ।

খুলনায় বিএনপির পদযাত্রায় প্রধান অতিথি বুলু : আগামী ১৮ ফেব্রুয়ারি  খুলনা মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে পিকচার প্যালেস মোড়, ফেরিঘাট, শিববাড়ি হয়ে কেডিএ এভিনিউ সড়ক দিয়ে রয়্যাল চত্ত্বরে গিয়ে পদসভার মধ্য দিয়ে শেষ হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!