খুলনা, বাংলাদেশ | ১৮ পৌষ, ১৪৩১ | ২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান

পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির লিফলেট বিতরণ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নেতা, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মহানগর আহবায়ক কমিটির সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেছেন, সরকারের দুর্নীতি, লুটপাট ও বাজার সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে। এই সরকারের জনগনের কাছে কোন দায়বদ্ধতা নেই বলে তারা জনগনের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। তাদের এজন‌্য ইউনিয়ন পর্যায়ের নেতার কাছেও লুটের দুই হাজার কোটি টাকা পাওয়া যায়।

রবিবার (১৩ মার্চ) খুলনায় মহানগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা বকুল গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় একথা বলেন। দুপুর ১২টায় নগরীর ডাকবাংলা মোড় সংলগ্ন হার্ডমেটাল গ্যালারী থেকে কর্মসূচির সূচনা হয়। রকিবুল ইসলাম বকুল হার্ডমেটাল গ্যালারীর বিভিন্ন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন। তিনি ডাকবাংলা মোড়, ক্লে রোড, এস এম এ রব শপিং কমপ্লেক্স, বড় বাজার, হেলাতলা মোড়, হেরাজ মার্কেট ও কে ডি ঘোষ রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মালিক কর্মচারী, ক্রেতা, বিক্রেতা, রাস্তায় চলাচলরত যানবাহনের চালক ও যাত্রী, পথচারী এবং ফেরিওয়ালাদের হাতে লিফলেট তুলে দেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক স ম আ রহমান, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এস এম শামীম কবির, সদস্য আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আজম, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম হুমায়ন কবির, এহতেশামুল হক শাওন, একরামুল কবির মিল্টন, শেখ ইমাম হোসেন, হাবিব বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, তারিকুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, শেখ আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, খন্দকার হাসিনুল ইসলাম নিক, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মাসুদ খান বাদল, বিএনপি নেতা মতলেবুর রহমান মিতুল, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু, মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ্বাস, জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!