খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

পটুয়াখালীতে অটোরিকশা খাদে পড়ে নিহত ২

গেজেট ডেস্ক

কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশকানি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত ও চালকসহ চারজন আহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কলাপাড়া থানার এসআই জহুরুল ইসলাম ও আহতরা জানান, আমতলী থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা অটোরিকশাটি বিশকানি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আফজাল হোসেন ও জাকারিয়া নামে দুই যাত্রী নিহত হন। নিহত আফজাল হোসেন বরগুনা জেলার বড়ইতলা ও জাকারিয়া চরপাড়া এলাকার বাসিন্দা।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে অটোরিকশা চালক জামাল হোসেন ও যাত্রী মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত আবু সালেহ ও মাসুদকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, হয়তো চালক ঘুমিয়ে পড়েছিলেন তাই নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে পড়ে যায়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!