ছুটি কাটাতে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল ঠাকুরগাঁও থেকে গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন দুলাল চন্দ্র রায় নামে পুলিশের সহকারী এক উপ-পরিদর্শক (এএসআই)। নিজ উপজেলায় পৌঁছাতে পারলেও ফিরতে পারেননি বাড়ি পর্যন্ত। ঘাটক একটি ট্রাকের ধাক্কায় সড়কেই ভেস্তে যায় স্বজনদের সঙ্গে ছুটি উপভোগ করার স্বপ্ন। নিভে যায় তার জীবনপ্রদীপও।
মঙ্গলবার দিবাগত রাতে দেবীগঞ্জ উপজেলার ডেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট এলাকায় দেবীগঞ্জ- বোদা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুলাল দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বলরামপুর এলাকার হলেশ্বর চন্দ্র রায়ের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ছুটি কাটাতে গতকাল বাইকে করে ঠাকুরগাঁও থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন দুলাল চন্দ্র। দেবীগঞ্জের লক্ষিরহাট চৌরাস্তা এলাকায় পৌঁছার পর দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাইকে থাকা এএসএআই দুলাল চন্দ্র ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করে দুর্ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করলেও পালিয়ে যাওয়ায় ট্রাকের চালককে আটক করতে পারেনি।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/কেএম