বদলে দিবেন নাকি বদলে যাবেন এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি প্রশ্ন উত্তর পর্ব আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে নড়াইলের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চলো পাল্টাই এই আয়োজন দুই ঘন্টা ব্যাপি এই আয়োজন অনুষ্ঠিত হয় ।
এসময় নড়াইল পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দি ৪ প্রার্থী আওয়ামীলীগের আঞ্জুমান আরা, বিএনপি মনোনীত জুলফিকার আলী মন্ডল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওঃ মোহাম্মদ খায়রুজ্জমান ও স্বতন্ত্রপ্রার্থী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন অংশগ্রহন করেন। মেয়র প্রার্থীরা তারা নির্বাচিত হলে আগামী ৫ বছর কি ভাবে সেবা কার্যক্রম পরিচালনা করবেন, নড়াইল পৌরসভাকে মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে কি পদক্ষেপ গ্রহন করবেন, তাদের বিভিন্ন পরিকল্পনা জনতার সামনে তুলে ধরেন।
এসময় চলো পাল্টাই এর প্রধান উপদেষ্টা নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মোর্তজা স্বপন, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম, চলো পাল্টাই এর সভাপতি মোঃ জাকারিয়া, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নড়াইল পৌরবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী নড়াইল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৪ হাজার ৩১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭০৪ জন এবং মহিলা ভোটার ১৭ হাজার ৬০৯ জন।
খুলনা গেজেট /এমএম