খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

নড়াইলে শিশু কানন নাট্যদলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি

আমরা আলোর পথযাত্রী এই শ্লোগানে ২০১৭ সালের ৭ জানুয়ারী পথচলা শুরু করে নড়াইলে শিশুদের নাট্য সংগঠন শিশু কানন নড়াইল। বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) দিনব্যাপি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিশু নাট্যদল শিশু কাননের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল সকাল ১০ টায় নড়াইল শহরের পানি উন্নয়ন বোর্ডের অভ্যন্তরে অবস্থিত গণকবরে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, সুলতান মঞ্চ চত্বরে সংগঠনের নিজ কার্যালয়ে বেলা ১১ টায় কেককাটা।

এছাড়া সন্ধ্যা ৬ টায় শিল্পকলা একাডেমী মিলনায়নে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান এবং রাত ৭ টায় নাটক মঞ্চায়ন হবে। এসময় মুন্সী আসাদুর রহমানের রচনায় ও এলাহী হোসেন জীবনের নির্দেশনায় বিজয় মালা নাটক মঞ্চায়ন হবে। এছাড়া নড়াইলের নাট্য সংগঠন ড্রামা সার্কেলের পরিবেশনায় নাটক ও গোপালগঞ্জ থিয়েটারে পরিবেশনায় নাটিকা প্রদর্শিত হবে।

এসময় উপস্থিত ছিলেন এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, শিশু কানন নাট্য দলের উপদেষ্ঠা নাজমুল হাসান লিজা, লুৎফুল আলম স্বজল, ওবায়দুল্লাহ সবুজ, শিশু কানন নাট্য দলের পরিচালক আসাদুর রহমান প্রমুখ।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!