খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদ

নড়াইলে বিক্ষোভ সমাবেশ চলাকালে সংঘ‌র্ষে আহত ৩ পুলিশ, আটক ১

নিজস্ব প্রতি‌বেদক, নড়াইল

মহানবী (সা.)-কে নিয়ে ভারতে ক্ষমতাসীন বিজেপির দুই শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশের দুই কর্মকতাসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১৩জুন) সন্ধায় কালিয়া উপজেলার নড়াগাতি থানার মহাজন বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তবে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ছয়টার দিকে উপজেলার মহাজন বাজার থেকে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মাদ্রাসারাগুলোর শিক্ষার্থী, শিক্ষক, আলেম-উলামা ও সাধারণ জনতা। বিক্ষোভে উপস্থিত আমজনতা হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের নুপুর শর্মা ও নবীন কুমার জান্দালের কটূক্তির আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি মহাজন বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হরিসভা মন্দির সংলগ্ন সড়ক দিয়ে দক্ষিণ দিকে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। স্থানীয় একটি সূত্র বলছেন, এসময় এক পুলিশ কর্মকর্তা উস্কানিমূলক কথা বললে তাদের ওপর হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

আবার অপর একটি সূত্র বলছে, উত্তেজিত জনতা সড়ক সংলগ্ন স্থানীয় এক প্রভাবশালী হিন্দু ভদ্র্রলোকের বাড়িতে হামলার আশঙ্কায় তাদের সেদিক দিয়ে যেতে বাঁধা দিলে এসময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘষের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার লাঠি-সোঠার আঘাতে এসআই খাইরুল ইসলামের ডান হাতের বাহু ভেঙ্গে গেছে,এএসআই অলিয়ার রহমানের মাথায় গুরুতর জখম ও পুলিশের সদস্য মো.সোহেল আহত হন। আহতদের গুরুতর অবস্থায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় সাঁরাশি অভিযান চালিয়ে কালিয়া উপজেলার নড়াগাতী থানার চান্দেরচর গ্রামের আবুল বাসারের পুত্র তৌহিদুল ইসলামকে (২৬) আটক করে।

নড়াগাতি থানার ওসি সুকান্ত কুমার সাহা বলেন,‘বিনা উস্কানিতে একদল উচ্ছৃঙ্খল জনতা আমাদের পুলিশের ওপর হামলা করেছে। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। সরকারি কাজে বাধাদানসহ পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!