নড়াইলে বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা হয় পরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রুপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিসের গনকবর, পুরাতন লঞ্চ ঘাটের বধ্যভুমি ও স্বাধীনতা স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং শহীদদের স্মরনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়মী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
খুলনা গেজেট/ টি আই