খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নড়াইলে বাসচালক হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের লিয়াকত হোসেন শিকদার নামে এক বাস চালককে হত্যা মামলার প্রধান আসামী সংশ্লিষ্ঠ আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পলাশ মোল্যাসহ ০৩ জনকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে নড়াইল পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অপর গ্রেফতারকৃত দুইজন মামলার এজাহারভুক্ত ৫ নং আসামী আউড়িয়া ইউনিয়নের সিমাখালী গ্রামের রুবেল শেখ ও ১২ নং আসামী গোপিনাথ গোপী। এসময় আরো জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা তুষার কুমার মন্ডল ও গোয়েন্দা শাখার গঠিত বিশেষদল গত ২০/০৯/২০২১ তারিখে ঢাকা মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেত সংশ্লিষ্ঠ এলাকার একটি ডোবা থেকে হত্যাকান্ডে ব্যাবহ্রত একটি সামুরাই ও একটি ছ্যানদা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য গত ২৮ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় সড়কের পাশ থেকে বাস চালক লিয়াকত সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিয়াকত ওই গ্রামের সোহরাব সিকদারের ছেলে। এই হত্যাকান্ডের পরদিন (২৯ আগস্ট) রাতে নিহতের স্ত্রী আসমা খাতুন বাদি হয়ে নড়াইল সদর থানায় ঘটনায় সংশ্লিষ্ঠ আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পলাশ মোল্যাকে প্রধান আসামী করে ১৭ জনের নামে মামলা দায়ের করেন। মামলার বাদি আসমা খাতুন এজাহারে উল্লেখ করেন, এলাকায় আধিপত্য বিস্তারের জেরধরে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আউড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান পলাশ মোল্যার সাথে বিরোধ চলে আসছিলো। এই আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!