খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

নড়াইলে টিসিবির পণ্য পাচারকালে ২ ইউপি সদস্য আটক

মো: আলমগীর হোসেন, লোহাগড়া

নড়াইল সদর উপজেলার নাকসী-মাদ্রাসা বাজার হতে টিসিবির ৭০ কেজি ডাল, ৫০ কেজি চিনি ও তেল আটক করেছে জনতা।

আউড়িয়া ইউনিয়ন পরিষদের দু’জন সদস্য এসব পণ্য ভ্যানযোগে অন্যত্র পাচার করছিল।

উদ্ধারকৃত পণ্য আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রয়েছে।

জানাগেছে, গত শনিবার (২০ আগস্ট) সারাদিন আউড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সুলভমূল্যে টিসিবির পণ্য কার্ডধারীদের মাঝে বিক্রয় করা হয়। সন্ধ্যার দিকে একটি ভ্যানযোগে টিসিবির পণ্য বহন করে নেয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তখন ভ্যান চালককে জিজ্ঞাসার একপর্যায়ে জানান যে, আউড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (নাকসী, খলিশাখালী ও ঘোষপাড়া) মেম্বর আব্বাস আলী ও ৬নং ওয়ার্ডের (রঘুনাথপুর) মিজানুর রহমান চিনি ডাল ও তেল নাকসী বাসস্টান্ডের দিকে নিয়ে যেতে বলেছে।

তখন স্থানীয় লোকজন তা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং উদ্ধারকৃত পণ্য সামগ্রী চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

এ ব্যাপারে আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস, এম পলাশ বলেন, এ ব্যাপারে নড়াইল প্রশাসনকে জানানো হয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!