নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইলের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।
কর্মসুচির আওতায় নড়াইল সদর উপজেলায় ৬ হাজার জন কৃষকের মাঝে প্রতিজনকে ২ কেজি করে মোট ১২ হাজার কেজি হাইব্রিড বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে। নড়াইল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দিপক কুমার রায়ের সভাপতিত্বে এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদুল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এরামুল কবির টুকু, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাগণসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম