নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ফের আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আলাউদ্দিন (৩২) নামে একজন নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন চরফকিরা ইউনিয়নের চরকালিয়ার মমিনুল হকের ছেলে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বসুরহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সৈয়দ আজিম বলেন, হাসপাতালে আসার পথে আলাউদ্দিন মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার প্রতিবাদে বিকেলে বসুরহাট বাজারে উপজেলা আওয়ামী লীগের একাংশ প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বাধা দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকরা। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে কোম্পানীগঞ্জ থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এখনও বসুরহাটে থমথমে পরিবেশ বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ওসি মীর জাহিদুল হক রনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।