খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

নেপাল ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না কোচ জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক

স্থগিত থাকা ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পুনরায় শুরু হতে পারে আগামী ডিসেম্বরে। বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পুনরায় শুরু হতে পারে বাংলাদেশের। তবে এসব সম্ভাবনা, গুঞ্জন নিয়ে এখন ভাবছেন না জেমি ডে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের সব ভাবনা আপাতত নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ঘিরে। আর সে ম্যাচ নিয়ে সব পরিকল্পনা করছেন তিনি। ভাবছেন না জয়ের বিকল্প কিছু। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাই গত মাসে পুনরায় মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু পরিস্থিতির বিবেচনায় গত অগাস্টে ফিফা ও এএফসি বিবৃতি দিয়ে বাছাইয়ের এশিয়ার অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ডের খেলা এ বছর আর হচ্ছে না বলে জানিয়েছিল। তবে নতুন করে গুঞ্জন উঠেছে বছরের শেষ দিকে বাছাই পুনরায় শুরু হওয়ার।

ডে এ মুহূর্তে ব্যস্ত নেপালের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার অনুশীলন শেষে এই ইংলিশ কোচ জানালেন কাতারের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে নিজের ভাবনা।

“আমরা কাতার ম্যাচ নিয়ে ভাবছি না। এটা এখনও নিশ্চিত হয়নি বা দুই পক্ষ সমঝোতায়ও পৌঁছায়নি। এ বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের মূল মনোযোগ নেপালের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো নিয়ে। এ মুহূর্তে এগুলোই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

“যদি কাতারের বিপক্ষে ম্যাচ হয়, তাহলে অবশ্যই নেপালের বিপক্ষে ম্যাচ দুটি ওই ম্যাচগুলোর জন্য ভালো প্রস্তুতি হবে। কাতারে রওনা দেওয়ার আগে আমরা পুরো খেলার মধ্যে থাকব।”

বিশ্বকাপ বাছাইয়ে গত বছরের অক্টোবরে প্রথম দেখায় কাতারের কাছে নিজেদের মাঠে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিরতি লেগ কাতারের মাঠে হওয়ায় ম্যাচটি আরও কঠিন হবে বলে বিশ্বাস ডের। তাই নেপাল ম্যাচ দিয়ে সর্বোচ্চ প্রস্তুতি সারতে চান কোচ।

“আমরা এবার কাতারে খেলতে যাব, এটা কঠিন ম্যাচ হবে। যদি খেলতে হয়, তাহলে এখান থেকে যতটা পারি প্রস্তুতি নিয়ে যাব। প্রস্তুতির জন্য অনেক সময় পাচ্ছি এবং আশা করি, কাতার ম্যাচের আগে কিছু ম্যাচ খেলার সুযোগও পাব আমরা।”

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!