খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

নেপালে লিগ খেলতে যাচ্ছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

তরুণদের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের স্থান ছেড়ে দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অটোচয়েজ হয়ে একাদশে ঠাঁই পেতে চাননি। ক্রিকেটের এই খুদে সংস্করণে অনিয়মিত থাকায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন।

কয়েক দিন আগে এক ভিডিওবার্তায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না জানিয়ে তামিম বলেছিলেন, বিশ্বকাপ না খেললেও কুড়ি ওভারের এই ফরম্যাট ছাড়বেন না।

সেই সিদ্ধান্ত মতোই এগোচ্ছেন তামিম। বাংলাদেশ দল যখন বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে, তখন টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে তামিম যাচ্ছেন নেপালে।

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন তামিম। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন তামিম। সব ঠিক থাকলে আগামী ২৩ সেপ্টেম্বর রাতে নেপালের উদ্দেশে রওনা দেবেন তিনি।

নেপাল লিগে খেলতে যাওয়ার বিষয়ে তামিম এক গণমাধ্যমকে বলেছেন, ‘মূলত কমিটমেন্ট রাখতে টুর্নামেন্টটি খেলতে যাচ্ছি। তাদের কথা দিয়ে রেখেছিলাম। ওই সময় আমার পরিকল্পনায় ছিল টুর্নামেন্টটি বিশ্বকাপ প্রস্তুতির জন্য কাজে লাগাব।ভেবেছিলাম, এতদিন মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপের আগে এখানে কিছু ম্যাচ খেলতে পারলে ভালো প্রস্তুতি হবে। বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলে আগে থেকেই সেভাবে ঠিক করে নিয়েছিলাম। কিন্তু এখন তো আর সেই পরিকল্পনাটাই নেই। বিশ্বকাপ খেলতে না গেলেও কমিটমেন্ট যখন দিয়েছি, সেটা রাখতেই যাচ্ছি সেখানে।’

এভারেস্ট প্রিমিয়ার লিগে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে খেলবেন তামিম। ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ২৪ সেপ্টেম্বর নেপালে পৌঁছবেন তামিম। তার আগে মিরপুর শেরেবাংলায় অনুশীলনটা করে নেবেন।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে তামিম ছাড়া ক্রিস গেইল, হাশিম আমলা, উপুল থারাঙ্গা, কেভিন ও’ব্রায়েন, মোহাম্মদ শাহজাদ, ডোয়াইন স্মিথ অংশ নেবেন নেপালের লিগের এবারের আসরে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!