ম্যাচের শুরুর দিকে পিছিয়ে পড়া নেদারল্যান্ডস ঘুরে দাঁড়াল দ্বিতীয়ার্ধে। সমতা টানার পর দারুণ কয়েকটি সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পার্থক্য গড়ে দিতে পারেনি ফ্রাঙ্ক ডি বোরের কোচিংয়ে প্রথম জয়ের লক্ষ্যে থাকা ডাচরা। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বুধবার রাতের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সের্হিও কানালেসের গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ডনি ফন ডি বিক। ম্যাচের শুরুতেই একটা ধাক্কা খায় নেদারল্যান্ডস। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় খুঁড়িয়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আকে।
অষ্টাদশ মিনিটে আলভারো মোরাতা ও কানালেসের বোঝাপড়ায় এগিয়ে যায় স্পেন। ইউভেন্তুস ফরোয়ার্ডের দারুণ পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান কানালেস। জাতীয় দলের হয়ে রিয়াল বেতিস মিডফিল্ডারের এটি প্রথম গোল। দুই মিনিট পরই সমতা টানতে পারতো স্বাগতিকরা। তবে ভালো জায়গায় বল পেয়েও গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট করেন সেভিয়ার ফরোয়ার্ড লুক ডি ইয়ং। ২৯তম মিনিটে হোসে গায়ার চোট স্পেন শিবিরে ধাক্কা হয়ে আসে। প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন হোসে গায়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোছানো এক আক্রমণে সমতা টানে নেদারল্যান্ডস। বাঁ দিক থেকে ওয়েন ভিনডালের ডি-বক্সে বাড়ানো ক্রস প্রতিপক্ষ ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে যান ফন ডি বিক। কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার মিডফিল্ডার।
৬০তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট হয় স্পেনের। সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে ডি-বক্সে বাড়ান মোরাতা। তবে উড়িয়ে মেরে হতাশ করেন কোকে।
৬৯তম মিনিটে মেমফিস ডিপাইয়ের অবিশ্বাস্য ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি নেদারল্যান্ডসের। ডান দিক থেকে সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে সময় নিয়ে দুর্বল শট নেন অলিম্পিক লিওঁর ফরোয়ার্ড। আট মিনিট পর ডি-বক্সে বল পেয়ে আবারও গোলরক্ষকের পরীক্ষা নিতে ব্যর্থ হন বার্সেলোনার টার্গেট ডিপাই। ৮৭তম মিনিটে লুক ডি ইয়ং আরেকটি ভালো সুযোগ নষ্ট করলে জয়ের স্বাদ অপূর্ণই রয়ে যায় ডি বোরের নেদারল্যান্ডসের। নকুমানের উত্তরসূরি হিসেবে সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া ফ্রাঙ্ক ডি বোরের কোচিংয়ে গত ৭ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছিল নেদারল্যান্ডস। এরপর ওই মাসেই উয়েফা নেশন্স লিগে বসনিয়া-হার্জেগোভিনা ও ইতালির বিপক্ষে ড্র করেছিল ডাচরা।
নেশন্স লিগে আগামী শনিবার সুইজারল্যান্ডের মাঠে খেলবে স্পেন। পরদিন নেদারল্যান্ডস ঘরের মাঠে খেলবে বসনিয়া-হার্জেগোভিনার মাঠে।
খুলনা গেজেট/এএমআর