আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল অস্ট্রেলিয়া। চারশ রানের পথে ছুটলেও তারা শেষ পর্যন্ত ৩৬৭ রান তোলে। একই লক্ষ্য নিয়ে এবার টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটানো নেদারল্যান্ডসের মুখোমুখি অস্ট্রেলিয়া। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ (বুধবার) ম্যাচটি শুরু হচ্ছে দুপুর আড়াইটায়। আগে ব্যাট নেওয়ার কারণ হিসেবে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, এখন বেশ রোদ রয়েছে এবং মনে হচ্ছে পিচটাও ভালো। তাই আগে ব্যাট করাই ভালো হবে।
অস্ট্রেলিয়ার একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। ছোট ইনজুরি থাকায় মার্কাস স্টয়নিসের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস।
শক্তি-সামর্থ্যে অজিদের সঙ্গে ডাচদের লড়াইটা অসম বলা যায়। কিন্তু বিশ্বকাপ মঞ্চে যেকোনো কিছুই ঘটতে পারে। ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও সেই ম্যাচগুলো ছিল অনেক আগের। ২০০৩ বিশ্বকাপে ৭৫ রানে জয় (বৃষ্টিবিঘ্নিত ম্যাচ) এবং ২০০৭ আসরে ২২৯ রানের বিশাল জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।
খুলনা গেজেট/এনএম