খুলনা, বাংলাদেশ | ১৯ পৌষ, ১৪৩১ | ৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সিলেট ও কুমিল্লায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলা সদস্য সচিব বাপ্পীসহ খুলনা বিএনপি’র ৩০ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। উচ্চআদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালত খুলনার বিচারক মাহমুদা খাতুন জামিন শুণানী শেষে এ আদেশ দেন। দুপুরেই তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে যাওয়া অন্য নেতারা হলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, ২নং শ্রীফেলতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাহাবুদ্দিন ইজাদার, ৫নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম পাইক, ১নং আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য, মো. জাকির হোসেন তালুকদার, মো. লায়েকুজ্জামান লাকু, ১নং আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. কামাল উদ্দিন, রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসন, রূপসা উপজেলা জাসাস’র যুগ্ম আহবায়ক মো. খালিদ লস্কার, পূর্ব রুপসা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কাজী জাকারিয়া, পূর্ব রুপসা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো. তরিকুল ইসলাম রনি, মো. আলমগীর শেখ, পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর ইমরান হোসেন, পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল গাজী, পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল গাজী, মো. ফারুক হোসেন, আমিনুল মল্লিক, মো. শিহাব সরদার, বাদশাহ সরকার, মো. আল আমিন শেখ প্রমুখ।

ইতিপূর্বে রূপসা থানার মামলায় খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলামকেও জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন একই আদালত।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিএনপি নেতৃবৃন্দ। এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, পুলিশের দায়েরকৃত রূপসা থানার মামলায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পীসহ ২২জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে আদালত।

এছাড়াও পাইকগাছা থানার মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামল হকসহ ১০জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত ২২ এপ্রিল পাইকগাছা উপজেলা বিএনপি’র ১৬জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে । গত ১৬ এপ্রিল ডুমুরিয়া উপজেলা বিএনপি’র ৭৫জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করা হয়।

বিবৃতিতে অবিলম্বে গায়েবী মামলা প্রত্যাহার এবং আটক সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!