রাজধানীর আদাবরের একটি বহুতল ভবনের বেজমেন্টে ধরা আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেছে ফায়ার সার্ভিস।
বাহিনীটি রোববার দুপুর ১২টার দিকে আগুন ধরার খবর পায়। ১টা ৩৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বাহিনীর প্রথম ইউনিট আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ নম্বর বাসায় যায় ১২টা ১৮ মিনিটে। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
তিনি আরও জানান, ভবনের দ্বিতীয় তলা থেকে দুই নারী ও এক পুরুষকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
খুলনা গেজেট/এনএম