চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহতদের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জোহরের নামাজে বিশ্ববিদ্যালয়ের বিজয় তোরণের (প্রধান ফটক) এর সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও খুলনা প্রকৌশলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বিএল কলেজ, নর্দান ইউনিভার্সিটি, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জানাজায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য, চলমান কোটা সংস্কার আন্দোলনে গত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন, চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় দুজন নিহত হন।
খুলনা গেজেট/এমএম