খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে মাস্ক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নিরাপদ সড়ক চাই’এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়, দশানী ট্রাফিক মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহিন, বাগেরহাটের ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) মামুনুর রশীদ, ট্রাফিক ইনস্পেক্টর আল-ফারুক, সার্জেন্ট আজাদুর রহমান, অনুপম ঘোষ, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সাধারণ সম্পাদক আব্দুর রব সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক এইচএম মইনুল ইসলাম, আলমগীর হোসেন মীরু, দপ্তর সম্পাদক মোল্লা মাসুদুল হক, অর্থ সম্পাদক এসএস শোহান, প্রচার সম্পাদক সোহরাব হোসেন রতন, সদস্য সাদিয়া আফরোজ, সাইফুল ইসলাম পাবেল, তানজীম আহমেদ, সিরাজুল ইসলামসহ আরও অনেকে অনেকে উপস্থিত ছিলেন।

এদিন বাগেরহাট জেলার পক্ষ থেকে সহস্রাধিক মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। বাগেরহাটে করোনা সংক্রমন প্রতিরোধে নিরাপদ সড়ক চাই-এর পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ নিরাপদ সড়ক চাই এর জেলা কমিটিকে সাধুবাদ জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!