খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে বাপার প্রচারপত্র বিলি

গেজেট ডেস্ক

 

সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে সর্বত্র বন্ধে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে আইন সম্বলিত প্রচারপত্র বিলি করা হয়।

সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এ প্রচারপত্র বিলি করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র সদস্য যথাক্রমে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার কো-অর্ডিনেটর অ্যাড. মমিনুল ইসলাম, মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের সংগঠক এস এম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, কবি নুরুন্নাহার হিরা, কবি নাজমুল তারেক তুষার, অ্যাড. মেহেদী হাসান প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ ঘোষিত, জীবন বিধ্বংসী পলিথিন বাগ বর্জন করুন, পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন, জীবন বাঁচান।

নেতৃবৃন্দ এ সময়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিতÑ২০০২) মোতাবেক নিষিদ্ধ পলিথিন উৎপাদনের জন্য ১০ বছর কারাদ- বা ১০ লক্ষ টাকা জরিমানা বা উভয় দ-ে দ-িত, বাজারজাত করার জন্য ৬ মাস কারাদ- বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দ-ে দ-িত করার বিধান রয়েছে বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ এ সময়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি পলিথিন বন্ধে অভিযান পরিচালনার আহ্বান জানান। খবর বিজ্ঞপ্তির

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!