ঢাকা ধামরাই উপজেলার শরীবাগ এলাকায় নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের গর্তের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এর আগে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে শরীফবাগের উত্তর-পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওই দু’শিশুর নাম রিয়াজুল (৬) ও মো. রাজু (৮)। রিয়াজুল ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে শরীফবাগ প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করতো। আর রাজু (৮) একই এলাকার মো. রুবেলের ছেলে। সে শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসায় পড়াশোনা করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলতে গিয়ে তারা ওই নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা শিশু দু’টির মরদেহ উদ্ধার করে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। বিস্তারিত পরে জানাবো।
খুলনা গেজেট/এমএনএস