খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

শ‌নিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক

গেজেট ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস  শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে বৈঠক হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংলাপের তাগিদ দিয়ে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর আহ্বান ওঠার কয়েক দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্যোগ নিলেন।

আগামী নির্বাচনের বিষয়ে রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে-প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর কয়েক দিন ধরে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের তাগিদ দিচ্ছিল অন্যতম প্রধান দল বিএনপি।

এমন প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁদের আশা, প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার দ্রুত নির্বাচনের পথে যাবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিএনপি সংস্কার ও নির্বাচনের বিষয়ে সংলাপ চেয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকটি প্রায় সোয়া ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের পক্ষে ছিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে নির্বাচন নিয়ে বেশির ভাগ রাজনৈতিক দল জোরালো বক্তব্য তুলে ধরবে।

কী কী ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত সে বিষয়ে মতামত দেবে তারা।
রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, তাঁরা সংলাপের আহ্বান জানিয়েছিলেন। এই উদ্যোগ ইতিবাচক।

বিএনপির সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালের বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে। একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবে। প্রয়োজনীয় সংস্কারগুলো তারা পূরণ করবেন বলে আমরা মনে করি।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে।

নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি। আমরা কোনো তারিখ বলব না। এটা উনারা বলবেন।’

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএনপি প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার-ভাবনা, নির্বাচন নিয়ে তাঁদের চিন্তা-ভাবনা সম্পর্কে মতবিনিময় করেন। তাঁরা বলেছেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাঁদের পূর্ণ সমর্থন আছে। ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার ও নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে অনুরোধ করেন তাঁরা।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএনপি নেতারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে সে ব্যাপারেও তাঁরা একমত পোষণ করেন। সব শেষে তাঁরা এই প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার ও নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!