খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

নিত্য উৎসবে হই মাতোয়ারা

সন্দ্বীপ কুমার ঘোষ

হে মহামায়া মা তুমি এসেছিলে
আবার চলেও গেলে !
ক্ষণিকের তরে এসেছিলে মাগো
এই ভবের মাঝে আমাদের দ্বারে।।

তোমার আগমনে জননী আনন্দ ধারায়
আমরা উৎসবে মেতেছিলাম কয়দিন !
আশ্রিত হয়ে তোমার চরণ যুগলে
ছিলাম আমরা পাপী-তাপী দ্বীন হীন।।

আগমনীর সুরে শারদীয় লগনে
ষষ্ঠীতে করেছি অকাল বোধন
সপ্তমী অষ্টমী নবমী করেছি মহাপূজা !
দশমীতে হলো তোমার পূজা সমাপন।।

তোমার মহিমা রাশি ঝরেছে ফল্গুধারায়
আমাদের শিরে কল্যানে বারংবার !
এক তমোচ্ছান্ন ঘোরে ছিলাম খুশিতে
মাগো ! তুমি যে আমার ! আমার !!

নিত্য হে শিবানী ! তোমার পাবো করুণা
পূজবো তোমার রাতুল চরণ যুগল !
রক্তজবা আর ফলে ফুলে মাগো
অঞ্জলি দেবো তোমারে দু’নয়নের জল।।

তুমি চলে গেলে হে হর-পার্বতী !
মাতৃহারা শিশুর মতো আমারে ফেলে
হে দূর্গতিনাশিনী ! হে বিধাতা ! অসুরদলনী মাতা
কেঁদে মরি মা মা বলে দু’নয়নের জলে।।

নিত্য যদি থাকতে তুমি দূর্গা মা !
আকিঞ্চন শারদীয় এ উৎসবের মতো
তোমার সন্তানেরা থাকতো হাসি আনন্দে
নিত্য হতো তোমার পূজা অঞ্জলি ব্রত।

 

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!