খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

নিজস্ব অর্থায়নে ৫ লাখ তালের বীজ রোপণ বৃক্ষপ্রেমী জাহিদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব অর্থায়নে ৫ লাখ তালের বীজ রোপণ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমাজসেবক শেখ জাহিদ ইকবাল এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তার এই মহতী উদ্যোগে এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

শেখ জাহিদ ইকবালের বাড়ি আরংঘাটা থানার যোগীপোল ইউনিয়নের তেলিগাতী গ্রামে। দাদা মোঃ চাঁদ শেখ এবং পিতা ডাঃ শেখ হারেস আলী ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক। দাদা এবং পিতার অনুপ্রেরণায় তিনিও চাকুরির পাশাপাশি সমাজসেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। জনতা ব্যাংক লিঃ’র সিনিয়র কর্মকর্তা হিসেবে চাকরি করছেন কুয়েট কর্পোরেট শাখায়। পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন। সম্পৃক্ত আছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কর্মকান্ডে। তার জন্মভূমি তেলিগাতী স্কুলের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠা করেন।

২০২০ সাল থেকে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় মহতী উদ্যোগ হিসেবে সড়কের দু’পাশে, বিভিন্ন শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ, বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেন। উদ্যোগের অংশ হিসেবে ওই বছর তিনি খুলনার ফুলতলা নতুন রেললাইন হতে মংলা পর্যন্ত এক লাখ তালের বীজ রোপণের কর্মসূচি গ্রহণ করেন এবং ওই বছর বাস্তবায়নের প্রথম প্রকল্প হিসেবে ফুলতলা নতুন রেললাইন হতে লতার মোড় পর্যন্ত ২৫ হাজার তালের বীজ রোপণ করেন। এছাড়া একই বছর তিনি তেলিগাতী, শিরোমণি, ডাকাতিয়া, আড়ংঘাটা, সরদারডাঙ্গা, কার্তিক কূলের বিভিন্ন স্পটে বট গাছের চারা রোপণ করেন।

মহতী উদ্যোগের অংশ হিসেবে এ বছর তিনি নিজস্ব অর্থায়নে খুলনার আফিলগেট হতে রুপসা পর্যন্ত সিটি বাইপাস সড়কের দু’পাশে এবং তেলিগাতী তার নিজস্ব এলাকার বিভিন্ন ধর্মীয় উপাসানালয় মসজিদ, মন্দির, শ্মাশানে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন। বজ্র নিরোধক হিসেবে ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় রোপণ করবেন ৫০ হাজার তালের বীজ। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় রোপণ করবেন ফলজ ও বনজ বৃক্ষ।

গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) বিভিন্ন ফলজ বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার শেখ জাহিদ ইকবাল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র ডেপুটি রেজিষ্ট্রার দেবাশীষ মন্ডল উজ্জ্বল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রিয়াজ আহমেদ সবুজ, স্থানীয় আওয়ামীলীগ নেতা দিপংকর হালদার, তেলিগাতী নেপাল আশ্রম পুজা মন্দিরের সভাপতি দেবাশীষ মন্ডল উজ্জল, সাধারণ সম্পাদক পবিত্র মন্ডল, তেলিগাতী রাজাপুর মহেশ্বরপাশা মহাশ্মশানের সভাপতি মুকুন্দ বিহারী মন্ডল, সাধারণ সম্পাদক খিতিশ মন্ডল, সাবেক ইউপি সদস্য শেখ মোস্তাফিজুর রহমান মোস্তাক, আওয়ামীলীগ নেতা মেজবাউল হক, জগদীশ সরকার, উত্তম কুন্ডু, চন্দ্র শেখর হালদার অনিমেষ সরকারসহ স্থানীয় গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শেখ জাহিদ ইকবাল খুলনা গেজেটকে বলেন, দাদা এবং পিতা আমার চেয়েও বেশি মানবিক এবং সমাজসেবক ছিলেন। তাদের জীবদ্দশায় এলাকায় অনেক মানবিক এবং সামাজিক কাজ করে গেছেন। তাদের উৎসাহ এবং অনেকটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে আমি এ সকল সামাজিক এবং মানবিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এ পর্যন্ত আমি ৫ লাখ তালের বীজ রোপণ করেছি। বট গাছের চারা রোপণ করেছি। দুই শত বকুল গাছের চারা এবং এক শত কদম গাছের চারাসহ শত শত বনজ এবং ফলজ গাছের চারা রোপণ করেছি।

তিনি বলেন, প্রচার পাওয়ার লক্ষ্যে নয়, সামাজিক, মানবিক এবং সাংস্কৃতিক কাজগুলো করে আমি মানসিক প্রশান্তি লাভ করি। আমৃত্যু এ সকল সামাজিক, মানবিক এবং সংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!