অবশেষে বন্দী দশা থেকে মুক্তি পেয়েছেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কঠোর কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়ে মঙ্গলবার প্রথমবারের মত ব্যাটে-বলে অনুশীলন করেছেন বাংলাদেশ দলের সদস্যরা।
১১ দিনের কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরতে পেরে খেলোয়াড়দের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। এর আগে দ্বিতীয় দফা কঠোর কোয়ারেন্টিন শুরুর পূর্বে ২ দিন অনুশীলনের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু বৃষ্টির কারণে সে সময় ব্যাট-বল হাতে নেওয়া হয়নি।
দীর্ঘদিন পর মাঠে নেমে ক্রিকেটাররা ফুটবল খেলে গা গরম করে নেন। এরপর ব্যাটিং ও বোলিং অনুশীলনে গভীর মনোযোগ ছিল মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামদের। কোচরাও দীর্ঘদিন পর অনুশীলনে ফিরতে পেরে স্বস্তিতে ছিলেন।
জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কথায়ই স্পষ্ট, নিউজিল্যান্ডে প্রথমবারের মত অনুশীলনে নেমে টাইগারদের উচ্ছ্বাস যে ঠিকরে পড়ছে। ডমিঙ্গো বলেন, ‘বাইরে বের হতে পেরে খুব ভালো লাগছে। রুমে আটকে থাকার দিনগুলো ছেলেদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ঝকঝকে রোদ, নীল আকাশে বের হতে পেরে ছেলেরা অনেক খুশি।’
ভিডিও বার্তায় রাসেল ডমিঙ্গো জানান, অনুশীলনে ফিরতে পেরে খুশি দল। প্রথম টেস্টের জন্য আগামী শুক্রবার তাউরাঙ্গা যাবে বাংলাদেশ দল। তার আগে বুধ ও বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিতে চান ডমিঙ্গো।
তিনি বলেন, ‘আগামী দুই দিন একাগ্রচিত্তে অনুশীলন করতে হবে। তাউরাঙ্গা গিয়ে আমরা ৬ দিন সময় পাব। আশা করছি সবাই যথেষ্ট প্রস্তুত হয়ে নিতে পারবে।’
খুলনা গেজেট/এনএম