বাংলাদেশের স্পিনারদের বোলিংয়ে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড। নাসুম ও মেহেদীর ঘূর্ণিতে ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। নাসুম একাই তুলে নিলেন চার উইকেট। আর মেহেদী একটি। শুরুতেই রবীন্দ্র ও অ্যালেনকে ফেরান নাসুম। ১২তম ওভারে টানা দুই বলে ২ উইকেট নিয়ে কোনো রান দেননি নাসুম। এর মধ্য দিয়ে ডাবল উইকেট মেডেন নিয়ে ওভারটি শেষ করলেন তিনি। নিউজিল্যান্ড ১২ ওভার শেষে ৫ উইকেটে ৫২।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। বুধবার (৮ সেপ্টেম্বর) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জেতার হাতছানি, কিউইদের জন্য সিরিজ বাঁচানোর।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। বোলিংয়ে ভালো শুরু করে বাংলাদেশ। শুরুতেই নাসুমের জোড়া আঘাত দূর্বল করে দেয় নিউজিল্যান্ডকে।
নিউজিল্যান্ডের ইনিংসে বোলিং শুরু করেন স্পিনার নাসুম আহমেদ। চতুর্থ বলেই রচিন রবীন্দ্রকে (৫ বলে ০) ক্যাচে পরিণত করেন তিনি। ক্যাচটি নেন সাইফউদ্দিন। নিউজিল্যান্ড রানের খাতা খোলার আগেই উইকেট হারাল। প্রথম ওভারে নিউজিল্যান্ড ১ উইকেট হারালেও কোনো রান তুলতে পারেনি।
দ্বিতীয় ওভার করতে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। সাকিবের করা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রিভার্স সুইপে ছক্কা মারেন ওপেনার ফিন অ্যালেন। ২ ওভার শেষে ১ উইকেটে ১০ রান তোলে নিউজিল্যান্ড। এরপর আবারও বল করতে আসেন নাসুম। নাসুমকে রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন অ্যালেন। ৮ বলে ১২ রান করে আউট হন তিনি।
এরপর মেহেদীকে এগিয়ে এসে খেলতে গিয়ে কিউই অধিনায়ক টম ল্যাথামের সাজঘরে ফেরেন। ক্রিজে দাঁড়িয়ে থেকেই রান পাচ্ছিলেন। কিন্তু ধৈর্য হারিয়ে ১১তম ওভারে মেহেদীকে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ল্যাথাম।
এরপর আবারও নাসুমের জোড়া আঘাতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। পর পর দুটি উইকেট তুলে নেন নাসুম। আগের বলে নিকোলসকে আউট করেন নাসুম। তাঁর পরের বলে উইকেটকিপার নুরুলকে ক্যাচ দিয়ে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম। নাসুম চারটি উইকেট তুলে নিলেন।