নারী ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরুর আগে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে বৃহস্পতিবার বন্দুক হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় সশস্ত্র হামলাকারী নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হপকিন্স বলেছেন, বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সূচি অনুযায়ী চলবে।
তার ভাষ্য, বন্দুক হামলা একজনের কাজ বলেই প্রতীয়মান হয়েছে। এ কারণে এ ঘটনায় অন্য কারও যোগসাজশ খুঁজছে না পুলিশ।
টেলিভিশনে সম্প্রচারিত প্রেস ব্রিফিংয়ে হিপকিন্স বলেন, ‘বন্দুক হামলার পেছনে রাজনৈতিক বা মতাদর্শিক কোনো প্রেষণা পাওয়া যায়নি। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকিও মেলেনি।’
তিনি বলেন, নিউজিল্যান্ডের নিরাপত্তা হুমকির স্তরবৃদ্ধি হবে না, তবে অকল্যান্ডে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে।
নবম নারী ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে হাজারো আন্তর্জাতিক খেলোয়াড় ও পর্যটককে স্বাগত জানিয়েছে অকল্যান্ড। এ বিশ্বকাপের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বন্দুক হামলার ঘটনাটি ঘটে অকল্যান্ডের প্রাণকেন্দ্রে নরওয়ে দলের হোটেলের কাছে। নরওয়ের কয়েকজন খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ বলে জানিয়েছেন।
খুলনা গেজেট/এসজেড