সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশকে আনন্দের জোয়ারে ভাসিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালে ঐতিহাসিক শিরোপা জিতে উৎসবের রঙ ছড়িয়ে দিয়েছিল গোটা বাংলাদেশে। দেশে ফিরে ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের পাশাপাশি সাবিনা খাতুনরা পেয়েছিলেন একের পর এক অর্থ পুরস্কারের ঘোষণা। সেটিরই একটি বৃহস্পতিবার হাতে পেয়েছে নারী দল।
গত বছরের সেপ্টেম্বরে সাফের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এরপর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান-গোষ্ঠী থেকে আসতে থাকে পুরস্কারের ঘোষণা। সেই তালিকায় ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর স্ত্রী এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালামও। সে সময় তিনি মেয়েদের ৫০ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। ওই পুরস্কারের চেক হস্তান্তর করা হয়েছে।
কয়েকদিন পরই ঈদ। তার আগে পুরস্কারের অর্থ বুঝে পাওয়ায় খুশি সাফজয়ীরা। অধিনায়ক সাবিনা খাতুন যেমন বলেছেন, ‘কিছুটা দেরি হলেও ঈদের আগে পুরস্কারের অর্থ পেয়ে ভালো লাগছে। এতে সবার ঈদ ভালো কাটবে। স্যারকে (সালাম মুর্শেদী) ও এনভয় গ্রুপকে ধন্যবাদ।’
সেপ্টেম্বরে ঘোষণা দিলেও এপ্রিলে এসে পুরস্কারের অর্থ বুঝিয়ে দিয়েছে এনভয় গ্রুপ। কয়েক মাস দেরি হয়েছে তাদের। তারপরও প্রতিশ্রুত অর্থ দিতে পেরে সন্তুষ্ট সালাম মুর্শেদী, ‘ঘোষণার পরই অর্থ হস্তান্তরে প্রস্তুত ছিলাম। তারপর আমার ব্যস্ততা, মেয়েদের খেলা, আবার ফেডারেশনের কলিগদের সময়ের অভাবে সেটি সমন্বয় করা যায়নি।’
বাফুফে ভবনে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে চেক তুলে দেন সালাম মুর্শেদী। এসময় আরও ছিলেন তার ছেলে ও এনভয় গ্রুপের পরিচালক ইশমাম সালাম।রী ফুটবল দলের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দিলেন সালাম মূর্শেদী।
খুলনা গেজেট/ এসজেড