খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারী খেলোয়াড়কে জাপটে ধরে চুমু, বিপাকে স্পেনের ফুটবল প্রধান (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। গতকাল রোববার (২০ আগস্ট) রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে অধরা শিরোপার স্বাদ পায় স্প্যানিশরা। আনন্দে আত্মহারা হয় সবাই। এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরস্কার বিতরণী মঞ্চেও। সেখানে স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালস যেন ছাড়িয়ে যান সবকিছুকে। চ্যাম্পিয়নের মেডেল নিতে যখন একে একে মঞ্চে আসছিলেন স্প্যানিশ নারীরা, তখন ফুটবলার জেনিফার হারমোসোকে জাপটে ধরে চুমু খান তিনি। এতে বিপাকে পড়েন স্পেন ফুটবলের প্রধান।

এক ভিডিওতে দেখা যায়, স্পেন ফুটবলের এই বড়কর্তা বাকি খেলোয়াড়দের বেলায় স্বাভাবিক থাকলেও হারমোসোর সময় যেন বেশিই উচ্ছ্বসিত হয়ে পড়েন। তাকে জাপটে ধরে ঠোঁটে বেশ কিছুক্ষণ চুমু দেন। উঁচিতে ধরেন ওপরে। শেষে আবারও ঠোঁটে ঠোঁট মেলান। অথচ, ম্যাচে এই হারমোসোই মিস করেছিলেন পেনাল্টি।

বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেনি অনেকেই। তা নিয়ে বইছে সমালোচনার ঝড়। এমনকি, হারমোসো নিজেও পরবর্তীতে বলেছেন, বিষয়টি তার পছন্দ হয়নি। যদিও, এটি অতি-উচ্ছ্বাস বলেও প্রেসিডেন্টের অনেকটা সমর্থনই দিয়েছেন তিনি।

আজ সোমবার (২১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে কথা বলেন হারমোসো। তিনি বলেন, ‘যদিও বিষয়টি তখন আমার পছন্দ হয়নি। কিন্তু, এটি খুব স্বাভাবিক বিষয়। প্রেসিডেন্টের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। পারস্পরিক সমঝোতাও চমৎকার। বিশ্বকাপ জয়ের আনন্দে তিনি এটি করেছেন।’

বিষয়টি নিয়ে আত্মপক্ষ সমর্থন করে প্রেসিডেন্ট রুবিয়ালস বলেন, ‘এটা অনেকটা দুই বন্ধুর চুম্বনের মাধ্যমে ভালো কিছু উদযাপন বলা যেতে পারে। যারা এটা নিয়ে বিতর্ক ছড়াচ্ছে, তারা নির্বোধ। তাদের এড়িয়ে বরং আসুন, ভালো সময়টা উদযাপন করি।’

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!