খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
জনউদ্যোগের মানববন্ধনে বক্তারা

নারী খেলোয়ারদের হুমকি : আসামীদের জামিন বাতিল করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান

গেজেট ডেস্ক

বাংলাদেশের মেয়েরা যখন আন্তর্জাতিক অঙ্গণে খেলায় সুনাম অর্জন করছে, তখন দেশের অভ্যন্তরে নারী ফুটবলারদের শুধুমাত্র ফুটবল খেলার জন্য হেনস্তার শিকার হতে হচ্ছে। এটি খুবই দুখঃজনক। শুধু হামলা করেই তারা থেমে থাকেনি। আসামীরা জামিন পেয়ে নারী ফুটবলারদের মামলা না তুললে এসিড নিক্ষেপ করার হুমকি প্রদর্শন করছে। তাদের হুমকির কারণে মেয়েরা এখন প্রশিক্ষণে আসতে রীতিমত ভয় পাচ্ছে। এজন্য নারী খেলোয়ারদের হুমকি দেওয়ায় আসামীদের জামিন বাতিল করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে পারে না বললেন জনউদ্যোগ খুলনার মানববন্ধনে বক্তারা।

আজ শুক্রবার বেলা ১১টায় জনউদ্যোগের আয়োজনে বিভিন্ন সংগঠন পিকচার প্যালেস মোড়ে বটিয়াঘাটার নারী ফুটবল খেলোয়ারদের পোশাক নিয়ে হেনস্তা, হামলা ও এসিড নিক্ষেপ করার হুমকির প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এড. শামীমা সুলতানা শীলু। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম, সাবেক ফুটবল খেলোয়ার এস এম সোহরাব হোসেন, আমরা বৃহত্তর খুলনাবাসীর এস এম মাহাবুবুর রহমান খোকন, সনাক সদস্য নাসরীন হায়দার, ডিইএফ এর চেয়ারপারসন দিপালী দাশ, উএমউএস এর আলী রাজ, মাসাসের পরিচালক এম এ বাতেন, শিল্পী বিধান চন্দ্র রায়, এড. কামরুজ্জামান পলাশ, লেখিকা সংঘের মুক্তা জামান, আলোড়ন সাহিত্য সংস্থার জাহানারা আক্তারী, বেদৌরা আফরোজা, মোঃ মঈনুদ্দীন, জয়দেব কুমার দাশ, রেশমী বেগম, এড. রওগণ আরা, রাজেন্দ্র নাথ রায়, নিপা সুলতানা, মেহতা প্রমুখ।

বক্তারা বলেন, নারী খেলোয়াড়দের যারা অপদস্থ করছে, তাদের বিচার করতে হবে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি নারীদের প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক কর্মকান্ড প্রতিহত করতে সমন্বিত ব্যবস্থা গ্রহণসহ সামাজিক সচেতনতা তৈরি ও প্রতিরোধ গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!