নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের সম্পৃক্ততার জন্য বিভাগীয় কমিশনারের কাছে ছয় দফা সুপারিশ সম্বলিত স্মারকলিপি পেশ করেছে শিশু সুরক্ষা জোট। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকে সামনে রেখে এই স্মারকলিপি পেশ করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হোসেন আলী খন্দকার। স্মারকলিপি প্রদানকালে জোটের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মোহাম্মদ মাসুদুর ও অনিন্দিতা বিশ্বাস, মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার শামীমা সুলতানা শিলু, পরিবর্তন- খুলনা’র কাজী বাবর আলী ও শিরিন পারভীন।
স্মারকলিপিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় করোনা কালিন সময়ে শিশু সুরক্ষা জোট এই অঞ্চলে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কোভিড-১৯ উপলক্ষে আর্থিক উদ্দীপনা প্যাকেজগুলিতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের জন্য অন্তর্ভুক্ত নূন্যতম পরিসেবাগুলির প্যাকেজের জন্য তহবিলকে অগ্রাধিকার দিতে হবে, কোভিড -১৯ নিরসনে আচরণ পরিবর্তনের জন্য সামাজিকভাবে অংশগ্রহণমূলক অভিযান চালুকরণ (নানা ধরণের বৈষম্যের শিকার নারীদের জন্য সরকারি বিধি-বিধান ও সামাজিক রীতিনীতি, ইতিবাচক পুরুষতান্ত্রিকতা এবং “লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারীর প্রতি মনোযোগ দেওয়া); সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা যাতে কোভিড -১৯ লকডাউনের সময় লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার নারীদের সুস্থ-স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলি দ্রুত ব্যবস্থা করা এবং যাতে পর্যাপ্ত ফৌজদারি বিচারের প্রতিক্রিয়া অব্যাহত থাকে সেটি নিশ্চিত করা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরিষেবা এবং কর্মসূচিগুলোর উন্নতির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহকরণ (সর্বক্ষেত্রে বেঁচে থাকা এবং নৈতিক সুরক্ষার মান নিশ্চিত করা), লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে (জিরো টোলারেন্স) নীতি ঘোষণা করতে হবে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম