ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এবার সোচ্চার হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলের আহবান জানিয়ে নড়াইল-২ আসনের এই সাংসদ ফেসবুকে লিখেছেন: আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বুধবার দুপুরে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি।
তিনি লিখেন: আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।
‘হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’
সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ, নোয়াখালীতে গৃহবধূকে নিপীড়নের ঘটনার প্রতিবাদ করছেন সবাই। ঘরে-বাইরে নারী নিরাপত্তা নিয়ে শঙ্কিত, পাশাপাশি সোচ্চার সবাই।
ধর্ষন বিরোধী অঘোষিত আন্দোলনে অংশ নিতে শুরু করেছেন তারকা ক্রিকেটাররা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের পর মাশরাফীও ফেসবুকে এ বিষয়ে তুলে ধরলেন নিজের মনোভাবের কথা।
খুলনা গেজেট/এএমআর