নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণে অন্তত ১৭জন নিহত ও অর্ধ-শতাধিক জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এখনো চিকিৎসাধীন ২০জনের অবস্থা আশঙ্কাজনক। মর্মাত্মিক এ হতাহতের ঘটনায় গভীর শোক, হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শনিবার (০৫ সেপ্টেম্বর) বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
নিহতদের মাগফেরাত কামনা করে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, নামাজরত অবস্থায় একটি মসজিদের ছয়টি এসি একত্রে বিস্ফোরণের ঘটনা নজিরবিহীন। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে- তিতাস গ্যাস’র কর্মকর্তাদের গফিলতির কারণে গ্যাস লিকেজে বিস্ফোরণের মূল সূত্র। এছাড়া যদিও কোন কারণ থাকে, তা দ্রুত তদন্তের মাধ্যমে দেশবাসীর সামনে প্রকাশের জন্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন নেতৃবৃন্দ। নামাজরত অবস্থায় হৃদয় বিদারকভাবে নিহতদের শহীদি মর্যাদা দানে মহান আল্লাহ্ তায়ালার দরবারে দোয়া করেন তারা।
বিবৃতিদাতারা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নূরুল ইসলাম, নগর বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
খুলনা গেজেট/এআইএন