খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

নাবালিকাকে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর শেখকে(৬২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। সোমবার (৯ অক্টোবর) বিকালে নগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ভিকটিম এবং আসামীর বসতবাড়ী পাশাপাশি হওয়ায় আসামী জাহাঙ্গীর শেখ ওই নাবালিকাকে বিভিন্ন লোভ-লালসা এবং ভয়ভীতি দেখিয়ে চলতি বছরের গত ৩১ মে থেকে বিগত দেড় মাস যাবত ২৫ জুলাই পর্যন্ত আসামীর ঘরের মধ্যে দিনে ও রাতে বিভিন্ন সময়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্তা হয়ে পরেন। আসামী নিজেকে বাচানোর জন্য এক পর্যায়ে ভিকটিমকে মারপিট এবং মৃত্যুভয় দেখিয়ে জোর পূর্বক গর্ভের ভ্রুন নষ্ট করার জন্য ভিকটিমকে মেডিসিন খাওয়ায়। মেডিসিন খাওয়ানোর পর ভিকটিমের পেটে তীব্র ব্যাথ্যা অনুভব করে। পরবর্তীতে ভিকটিমের নিকটআত্মীয় বিষয়টি টের পেয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভিকটিমের শারীরিক পরীক্ষা করে গর্ভে ভ্রুনের উপস্থিতি নিশ্চিত করে। এ বিষয়ে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় আসামীর বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত করা মামলা রুজু করেন। বিষয়টি জানা জানি হলে আসামী বাড়ী থেকে পালিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

র‌্যাব-৬ খুলনার একটি চৌকস আভিযানিক দল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রার ডাক্তার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ ও গর্ভপাত করা মামলার প্রধান পলাতক আসামী জাগাঙ্গীর শেখকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাকে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!