খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

নাগরিক পরিষদের গ্রেপ্তার নেতৃবৃন্দকে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বাম গণতান্ত্রিক জোট আহুত কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে গতকাল সোমবার ইষ্টার্ণ জুটমিল গেটের সামনে পুলিশ অবরোধ পন্ড করার প্রতিবাদ এবং গ্রেপ্তার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পিকচার প্যালেস, ডাকবাংলা মোড়, হার্ড মেটাল গ্যালারী মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিকচার প্যালেস মোড়ে এসে সমাবেশ করা হয়।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক শ্রমিকনেতা অলিয়ার রহমান, যুব ইউনিয়ন নেতা রবিউল ইসলাম রবি, ইষ্টার্ণ গেট বাজার বণিক সমিতির সভাপতি রবিউল ইসলাম সরু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, সাবেক ওয়ার্ড কমিশনার ও শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, আবুল হোসেন, মোঃ নওশের আলী, জাহাঙ্গীর সরদারসহ সকল গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাব জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক উপায় শান্তিপূর্ণভাবে অবরোধ চলাকালে পুলিশ বিনা প্ররোচনায় অতর্কিত হামলা, লাঠি চার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ ও বহু নারী-পুরুষ শ্রমিকদের নির্বিচারে প্রহার এবং নেতৃবৃন্দ গ্রেফতার করে আন্দোলন-সংগ্রাম স্তব্ধ করা যাবে না। তারা বলেন, অবিলম্বে আটককৃত সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে অন্যায় কঠোর কর্মসূচির মাধ্যমে মুক্তি দিতে বাধ্য করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসিন এবং সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, গণসংহতি আন্দোলন, জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা নেতা আব্দুল করিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, বাংলাদেশের ওয়ার্কার্স পর্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য বিকল্প সদস্য গাজী নওশের আলী, গণসংহতি আন্দোলন, খুলনা জেলা সদস্য সচিব মারুফ গাজী, শিক্ষকনেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ, খুলনা জেলা সমন্বয়ক মোঃ রুহুল আমিন, ক্ষুধামুক্ত আন্দোলনের আহসান হাবিব, নাগরিক নেতা এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, ফুলতলা উপজেলা সিপিবি নেতা গাজী আফজাল হোসেন, উদীচী, দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মিটন, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর আহবায়ক আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনার আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি উত্তম রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত কুমার মন্ডল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর সম্পাদক অনিক ইসলাম, ছাত্র নেতা সাগর চ্যাটার্জী, যশোর জেলা অর্থ সম্পাদক জান্নাতুল ফোয়ারা অন্তরা, ছাত্রনেতা জান্নাতুল ফাতেমা অনন্যা, শ্রমিক নেতা মোঃ মেহেদী হাসান বেল্লাল, মোশাররফ হোসেন, শামস্ শারফিন শ্যামন, আলমগীর হোসেন, আলমগীর কবীর প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!