খুলনা মহানগরীর দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া মাঠে রাশেদ আহসান পিন্টু স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে প্রথম ম্যাচে আহনাফ একাদশ ৬ উইকেটে ক্রিকেট ডটকমকে এবং দ্বিতীয় ম্যাচে দি অব ডিউটি দল ৯ উইকেটে দেয়ানা জুনিয়র দলকে পরাজিত করেছে।
প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট ডটকম ১৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আহনাফ একাদশ ১২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।
রাতের অপর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দেয়ানা জুনিয়র দল ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে দি অব ডিউটি দল ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬৪ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।
খুলনা গেজেট/এমএম