নাইজেরিয়ার একটি রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রীকে বন্দুকধারীরা অপহরণ করে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি
নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবেলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার পর পরই এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বপুরুষের মতো রাজা উপাধি ধারণ করা সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। যারা তাকে হত্যা করেছে, তারা কোনো মুক্তিপণ দাবি করছে কি না, তা স্পষ্ট নয়।
এদিকে রাজা আরেমু হত্যাকাণ্ডকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য বলে আখ্যা দিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ।
সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে। তারা বলছে, গতবছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছে।
খুলনা গেজেট/কেডি