নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ১৮ তম এবং ১৯ তম ব্যাচের উদ্যোগে বুধবার ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটের মংলায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডে এ ট্যুরের আয়োজন করা হয়। এ সফরে শিক্ষার্থীরা পণ্য উৎপাদন, প্যাকেজিং, স্টোরিং এবং বিপণন বিষয়ে হাতে কলমে জ্ঞান অর্জন করেন।
একই সাথে পণ্য উৎপাদন এর বিভিন্ন ধাপ তারা স্বচক্ষে প্রত্যক্ষ করেন। এসময়ে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের কর্মকর্তারা শিক্ষার্থীদের পণ্য উৎপাদনের বিভিন্ন বিষয় সম্পর্কে সম্যক ধারণা দেন। ইন্ডাস্ট্রি ভিজিট শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইন্ডাস্ট্রির সহকারী মহাব্যবস্থাপক আলমগীর কবির। তিনি বলেন, বিষয় ভিত্তিক শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে পারে। ভবিষ্যতেও এ ধরনের ইন্ডাস্ট্রি ভিজিট করার সুযোগ দেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ফারজানা আক্তার, ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের সমন্বয়ক বিভাগের সহকারি অধ্যাপক শেখ মাহরুফুর রহমান এবং মোঃ আনিসুর রহমান, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।