খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  টেকনাফ থেকে অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ, আটক ২
  বাংলাদেশের পট পরিবর্তন অন্যদের জন্য শিক্ষণীয় : প্রধান উপদেষ্টা
  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে একজনের প্রাণহানি

গেজেট ডেস্ক

নরসিংদীর শিবপুরে দুই বাস ও এক ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রায়হান।

তিনি স্থানীয়দের বরাতে জানান, সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দল ও হাইওয়ে পুলিশ।

দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো হলো কিশোরগঞ্জ ভৈরব থেকে ছেড়ে আসা মায়ের দোয়া নামে একটি লোকাল বাস, বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস এবং মালবাহী ট্রাক।

রায়হান জানান, দুর্ঘটনাস্থল থেকে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ২২ বছর বয়সী যুবকের নাম মনির হোসেন। তিনি কিশোরগঞ্জ জেলার দুলাল মিয়ার ছেলে।

তিনি আরও জানান, দুটি বাসের ২৫ যাত্রীকে আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতাল পাঠানো হয়। এর মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার পর দুর্ঘটনাকবলিত গাড়িগুলা সরিয়ে নিতে সকাল পৌনে ১০টার দিকে সড়কে রেকার বসানো হলে শিবপুরের ইটাখোলা মোড় থেকে সদরের বাসাইল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার অংশে যানজট দেখা দেয়।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!