ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় শনিবার (১২ জুলাই) সকালে একটি চারতলা ভবন হঠাৎ করেই ধসে পড়ে। স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন মানুষ আটকে আছেন। স্থানীয় প্রশাসন জানায়, ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। এখন পর্যন্ত অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও অন্তত তিনজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে, যা সময়ের সঙ্গে বাড়তেও পারে।
এনডিটিভি থেকে জানা যায়, ঘটনাস্থলে বর্তমানে সাতটি ফায়ার সার্ভিস ইউনিটসহ একাধিক উদ্ধারকারী দল কাজ করছে। স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নিয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত এক কর্মকর্তা জানান, সকাল ৭টার দিকে আমরা ভবন ধসের খবর পাই। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল পাঠানো হয়। ধসে পড়ার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোরবেলা হঠাৎ বিকট শব্দে ভবনটি ভেঙে পড়ে। এরপর চারদিকে ধোঁয়া, ধুলা ও চিৎকারে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়।
ঘটনার কারণ এখনও জানা না গেলেও স্থানীয়দের ধারণা, ভবনটির অবকাঠামো দুর্বল ছিল এবং তাতে সংস্কারের তেমন উদ্যোগ নেয়া হয়নি। এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে দিল্লির মুস্তাফাবাদ এলাকায় এক চারতলা ভবন ধসে চারজন নিহত এবং ১৩ জন আহত হন। এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পুরোনো ভবনগুলোর নিরাপত্তা ও নিয়মিত পর্যবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন।
দিল্লি নগর কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিস্তারিত কোনও বিবৃতি না আসলেও, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।