বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেছে আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারা।
সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা নেতৃত্বে এ মাল্যদান করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মনিরুজ্জামান খান খোকন, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. নবকুমার চক্রবর্তী, এ্যাড. অলোকা নন্দা দাস, রনজিত কুমার ঘোষ, এ্যাড. কাজী আবু শাহীন, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. আরিফ মাহমুদ লিটন, এ্যাড. শেখ ফারুক হোসেন, এ্যাড. জি এম আমানউল্লাহ, এ্যাড. মো. নজরুল ইসলাম, এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আশরাফুল আলম রাজু, এ্যাড. তামিমা লতিফ স্নিগ্ধা, এ্যাড. নওশীন রহমান বর্ষা, আব্দুস শফিক মোল্লা জনি, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. অশোক গোলদার, এ্যাড. সেখ মনিরুজ্জামান মনি, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. আব্দুল আহাদ, এ্যাড. বাচ্চু মিয়া, এ্যাড. তৈয়েবুর রহমান, এ্যাড. মনিরুজ্জামান ও এ্যাড. রকিবুল হাসান মিন্টু, এ্যাড. আনোয়ারা মমতাজ আন্না, এ্যাড. আফরোজ রোজী, এ্যাড. শাহানারা ফেরদৌস, এ্যাড. সেলিনা আখতার পিয়া, এ্যাড. আবেদ আলী মোল্লা সহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ এস আই