খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

নদীতে ডুবে নিহত জনির লাশ ফুলতলার আলকা গ্রামে দাফন

ফুলতলা প্রতিনিধি

কালিয়ার পেড়লী গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল ফুলতলার জনি সরদার (২৪)।সোমবার বেলা ২টায় তার লাশ আলকা গ্রামস্থ বাড়িতে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদ আছর আলকা বাইতুল মামুর জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মুন্সী আঃ সামাদের ইমামতিতে জানাযার নামাজে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, বিএনপি নেতা শেখ হারুন অর রশিদ, ইউপি সদস্য সরদার আব্দুর রহমান, সাংবাদিক শেখ মনিরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, ফুলতলার আলকা গ্রামের শরিফুল ইসলামের পুত্র মোঃ জনি সরদার গত শনিবার কালিয়া পেড়লী গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। পরদিন রোববার পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে বিকালে ফায়ার সার্ভিস ও ডুবুরিদের অভিযানে জনির লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে সোমবার বেলা ২টায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!