খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নতুন রুপে মিথিলা

বিনোদন ডেস্ক

২০২১ সালে ‘মায়া’ সিনেমা দিয়েই টালিউডে অভিনয়ে যাত্রা শুরু করেন রাফিয়াত রশিদ মিথিলা। তাই এ সিনেমাটি নিয়ে একটু বেশিই আগ্রহ তাঁর। ‘আয় খুকু আয়’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হলেও ‘মায়া’র জন্য অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এপ্রিলেই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মায়া’।

কলকাতার ১৮ জন শিল্পীর অভিনয়ের পাশাপাশি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় সিনেমাটি বানিয়েছেন রাজর্ষি দে। ১৯৮৯ সালের কলকাতা শহর থেকে এই গল্পের শুরু, যা শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিত হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় আর চলমান পুরুষতন্ত্রের শিকল ভাঙার প্রেরণা জোগায় অন্য নারীদের—সেই গল্পই বলবে ‘মায়া’।

সম্প্রতি প্রকাশ পেয়েছে মায়া সিনেমার ট্রেইলার। যার বেশির ভাগ জুড়ে দেখা গেছে মিথিলার নানা রূপ। জট পাকানো চুল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে পিস্তল—এভাবে আগে কখনো দেখা যায়নি মিথিলাকে। বাংলা সংলাপের পাশাপাশি ছিল সাবলীল হিন্দি সংলাপ। জানা গেছে, সিনেমার ৭০ শতাংশ সংলাপ হিন্দি ভাষায়। তবে আগে থেকেই হিন্দি ভাষা রপ্ত থাকায় বেগ পেতে হয়নি মিথিলাকে।

ট্রেলার প্রকাশের পর সিনেমাসংশ্লিষ্টদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছেন মিথিলা। নেটিজেনেরাও বাহবা দিচ্ছেন তাঁকে। সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, রাহুল বন্দ্যোপাধ্যায় ও কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!