স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, নতুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে তিনি নন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, “নতুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে আমি না। আমাদের যে মেডিকেল কলেজ আছে সেগুলোর কোয়ালিটি নিশ্চিত করতে চাই। কোয়ান্টিটি না, কোয়ালিটি নিশ্চিত করতে কাজ করবো আমি।”
আগামীকাল (৯ ফেব্রুয়ারি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৪ হাজার ৩শ ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
সকাল ৯.৩০ এর পর কোনো পরীক্ষার্থীকেই হলে প্রবেশ করতে দেওয়া হবে না। রঙিন প্রবেশ পত্র নিয়ে হলে প্রবেশ করতে হবে। মোবাইল, ইলেকট্রিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না।
এই ব্যাপারে ডা. সামন্ত লাল সেন বলেন, “মন্ত্রী হওয়ার পর এগুলো নিশ্চিত করা একটি বড় কাজ। এটি আমার জন্যও একটি চ্যালেঞ্জ।”
এইবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৫৩৮০টি। ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৬২৯৫টি।
এই বছর মানদণ্ড নিশ্চিত করতে না পারায় ৬ টি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে ৪টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ। নিবন্ধন বাতিল করা হয়েছে ২টি বেসরকারি মেডিকেল কলেজের। সারাদেশে মোট ১৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা নিয়ে কোনো গুজব ছড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/ টিএ