খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

নতুন ব্যাটিং কোচ পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ে সফরে পরামর্শকের দায়িত্ব পাওয়া অ্যাশওয়েল প্রিন্সকেই ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ব্যাটসম্যানদের দেখভাল করবেন দক্ষিণ আফ্রিকার এই তারকা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিসিবির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০০২ সালে প্রোটিয়াদের হয়ে অভিষেক হয় অ্যাশওয়েল প্রিন্সের। ২০১১ সালে নিয়েছেন অবসর। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৬৬ টেস্টে রান তুলেছেন ৩ হাজার ৬৬৫। গড় ৪১.৬৪। ১১টি শতক ও সমান সংখ্যক অর্ধশতক রয়েছে নামের পাশে। জাতীয় দলের হয়ে ৫২টি ওয়ানডে খেলেছেন তিনি। ৩৫.১০ গড়ে হাজারে বেশি রান তুলেছেন। শতক না থাকলেও তিনটি অর্ধ শতক রয়েছে তার।

চলতি বছরের মে মাসে ইংলিশ ব্যাটিং পরামর্শক জন লুইসের সঙ্গে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন করে তার সঙ্গে চুক্তি না বাড়িয়ে শুধু জিম্বাবুয়ে সফরের জন্য প্রিন্সকে নিয়োগ দেয় বিসিবি।

আগামী মাসে নিউজিল্যান্ড সফর থেকে কোচ হিসেবে যাত্রা শুরু করবেন প্রিন্স। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলা সংক্ষিপ্ত আসরের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করছেন তিনি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!