খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

নতুন দলের আত্মপ্রকাশকে স্বাগত জানাতে হাদিসপার্কে উপস্থিত হবে দু’হাজার কমরেড

নিজস্ব প্রতিবেদক

WPB

বাম রাজনীতি বিকাশের লক্ষে নতুন দলের আত্মপ্রকাশকে স্বাগত জানাতে খুলনার হাদিস পার্কে হাজির হওয়ার জন্য দেশের ২০ জেলার দু’হাজার কমরেড প্রস্তুতি নিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দলের সূচনা হবে। ইউনাইটেড কমিউনিষ্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) যৌথ কংগ্রেসের এ দলের আত্মপ্রকাশ ঘটবে।

মার্কসবাদী দর্শণে বিশ্বাসী উল্লিখিত দু’টি দলের আদর্শগত কোন বিরোধ নেই। গঠনতন্ত্র এক ও অভিন্ন। পৃথক অবস্থানে থেকে দল গঠনের জন্য শক্তি সামর্থ উভয় অংশ হারিয়েছে। বিশেষ করে রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি শাসকদলের সাথে জোট বাধায় একটি অংশ সম্পর্ক ছিন্ন করে। যশোরের বাম নেতা ইকবাল কবির জাহিদের নেতৃত্বে একটি অংশ ওয়ার্কার্স পাটি (মার্কসবাদী) নামধারণ করে। ইতিপূর্বে দলের মূল ধারা থেকে বিচ্ছিন্ন ইউনাইটেড কমিউনিষ্ট লীগ পৃথক অবস্থান থেকে রাজনীতি করলেও খুব একটা এগুতে পারেনি। নিজেদের উপলব্ধি বোধ থেকে দল দু’টি একীভুত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। তারই বহি:প্রকাশ ঘটবে আগামী ১ সেপ্টেম্বর।

যৌথ কংগ্রেসকে নিয়ে উল্লসিত দক্ষিণাঞ্চলের কর্মী সমর্থকরা। এ অঞ্চলের বিশেষ করে চিতলমারী, ডুমুরিয়া, অভয়নগর ও শার্শার কর্মীরা নতুন দলের কর্মপরিকল্পনার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, গাইবান্ধা, সিলেট, ঢাকা, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, বরিশাল, ঝালকাটি, পিরোজপুর, মাদারীপুর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া ও খুলনার দু’হাজার কমরেড জোট বেধেছে।

নয়া দলের সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) এর খুলনা জেলা শাখার সভাপতি মো: মোজাম্মেল হক খান আশাবাদী, আবহাওয়া অনুকূলে থাকলে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে কাউন্সিলরদের উপস্থিতিতে কংগ্রেস অনুষ্ঠিত হবে। উপস্থিতিরা নয়া দলের নাম চূড়ান্ত করবেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!