খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করবে নেপাল
  সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা কাল, সম্ভাব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’

গেজেট ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে প্ল্যাটফর্মটির কয়েকজন সাবেক সমন্বয়ক মধ্যমপন্থি নতুন একটি ছাত্র সংগঠন করতে যাচ্ছেন। সংগঠনটির নেতৃত্বস্থানীয়রা বলছেন, মেধাভিত্তিক সমাজ বিনির্মাণ এবং রাষ্ট্র ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করাই তাদের লক্ষ্য।

আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা আসতে পারে। যার নাম হতে পারে ‘বিপ্লবী ছাত্রশক্তি’। আত্মপ্রকাশের দিনই কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫১ সদস্যের কমিটির ঘোষণা হতে পারে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন এসব তথ্য জানিয়েছেন। এর আগে গত শনিবার সংগঠনটির আত্মপ্রকাশের গুঞ্জন শোনা গেলেও নেতৃত্ব নির্বাচন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় অমীমাংসিত থাকায় আত্মপ্রকাশের দিন পেছানো হয়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন ছাত্র সংগঠনটির সম্ভাব্য নাম হতে পারে ‘বিপ্লবী ছাত্রশক্তি’। আত্মপ্রকাশের দিনই ২৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে। দলটির নেতৃত্ব বাছাইয়ে মেধাভিত্তিক সমাজ বিনির্মাণ, রাষ্ট্র ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ এবং আদর্শিক ও সাংস্কৃতিক কট্টরপন্থার বাইনারি ভেঙে মধ্যমপন্থি ধারায় রাজনীতিকে গুরুত্ব দেওয়া হবে।

নতুন এই সংগঠনটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল বা মূল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। দলটি কোনো লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িত হবে না। কোনো মূল দল বা ‘মাদার সংগঠনে’র এজেন্ডা বাস্তবায়ন বা কোনো রাজনৈতিক দলের কথামতো তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে না।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সাবেক সমন্বয়ক বলেন, ক্লোজ ডোর (দরজা বন্ধ) আলোচনা চলছে। শীর্ষ নেতাদের কে কোন পদে থাকবেন, তা নিয়ে আলোচনা হচ্ছে। তাছাড়া দলের নাম ঠিক করা, কাঠামো কী হবে, কর্মপদ্ধতি কী হবে সেসব নিয়েও বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ চলমান। দলের নাম ও কর্মপরিকল্পনা ঠিক করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তারা।

সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে ‘বটম টু টপ’ গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার হবে। সংগঠনের সম্ভাব্য কর্মপদ্ধতি অনুযায়ী সদস্য বা নেতাদের বয়স নির্ধারিত থাকবে। কোনো শিক্ষার্থী সংগঠনটিতে আসতে চাইলে বয়স সর্বোচ্চ ২৮ হতে হবে। ঢাবি শাখার কমিটির ক্ষেত্রে স্নাতকে ভর্তির পর থেকে সাত বছর সময় হতে পারবে। অর্থাৎ ছাত্র ছাড়া কেউ এই সংগঠনের কমিটিতে আসার সুযোগ পাবেন না। আর শুধু নেতাকর্মীদের মাসিক চাঁদাই হবে সংগঠনের আয়ের উৎস।

ছাড়া মূলধারার রাজনৈতিক পরিসরে নারীদের কম উপস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে রাজনৈতিক ব্যবস্থাকে নারীবান্ধব করে তোলার মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি কাজ করবে বলে প্রত্যাশা নেতাদের।

আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন এই ছাত্র সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত একাধিক সূত্র জানিয়েছে, সংগঠনটির কাঠামোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতোই আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদ চারটি থাকছে।

জানা গেছে, নতুন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক করা হতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে। আর ঢাবি শাখার আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন আব্দুল কাদের। তারা দুজনেই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন। বাকের গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে আটক থাকা অবস্থায় নির্যাতনের শিকার এবং কাদের গোয়েন্দা নজরদারি এড়িয়ে অভ্যুত্থানের বিভিন্ন স্টেকহোল্ডারদের (অংশীদার) সঙ্গে যোগাযোগ করে ৯ দফার ঘোষণা দেন, যা পরে এক দফায় রূপ নেয় ও শেখ হাসিনার পতন নিশ্চিত করে।

অন্যদিকে নতুন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে আলোচনায় রয়েছেন দুজন। তারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান এবং সাবেক সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির। ঢাবি শাখার সদস্য সচিব হিসেবেও আলোচনায় রয়েছে দুজনের নাম। তারা হলেন বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের মহির আলম এবং ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের লিমন মাহমুদুল হাসান। এ ছাড়া কেন্দ্রীয় ও ঢাবি শাখার মুখ্য সংগঠক হিসেবে জাহিদ আহসান, তাহমিদ আল মুদ্দাসসির ও হাসিব আল ইসলামসহ আরও বেশ কয়েকজনের নাম এসেছে।

কেন্দ্রীয় ও ঢাবি শাখার শীর্ষ চার পদে নারী নেতৃত্ব দেখা না গেলেও মুখপাত্র হিসেবে দুই কমিটিতেই আলোচনায় রয়েছেন দুজন নারী শিক্ষার্থী। তারা হলেন কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ সেশনের আশরেফা খাতুন এবং ঢাবি শাখার মুখপাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের রাফিয়া রেহনুমা হৃদি।

সার্বিক বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘এই সংগঠন কোনো লেজুড়বৃত্তিক রাজনীতিতে যাবে না। এর পদে আসতে চাইলে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা অন্য কোনো সংগঠনে থাকলে সেখান থেকে পদত্যাগ করে আসতে হবে। কেউ ২৪-কে ধারণ করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে চাইলে এ সংগঠনে যোগ দেবেন। আমরা শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ নিয়ে সামনে এগিয়ে যাব।’

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!