খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

নতুন উদ্যমে এগিয়ে যেতে চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৪ বছর পূর্ণ হয়েছে গত ৬ আগস্ট। ২০০৬ সালের ওইদিনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। একই ম্যাচের মাধ্যমে ওয়ানডেতে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। যদিও এর আগেই টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মুশফিক।

ক্যারিয়ারের ১৪ বছরের বিভিন্ন সময়ের অংশ নিয়ে তৈরি করা একটি ডকুমেন্টারি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছেন সাকিব আল হাসান।

ভিডিও আপলোড করে ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।’

সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন তিনি।
খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!